তনু হত্যার বিচারের দাবিতে আন্দোলনে সহপাঠীরা
এ কলেজেই ক্লাস করতেন তনু। এখানকার ক্লাস, লাইব্রেরি, করিডোর, মাঠ সবখানে ছড়িয়ে আছে তনুর স্পর্শ, তনুর স্মৃতি। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের যে মাঠে বসে তনুর সঙ্গে হয়তো আড্ডা দিতেন বন্ধুরা, এখন সেই মাঠেই তনু হত্যার বিচারের দাবিতে আন্দোলন করছেন তাঁরা।
এই কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার সাত দিন পেরিয়ে গেলেও এখনো রহস্যের কোনো কূল-কিনারা করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হত্যাকারীদের দ্রুত খুঁজে বের করে বিচারের দাবিতে তাই আজো প্রতিবাদে সোচ্চার কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীরা।
গতকাল রোববার সন্ধ্যায় কুমিল্লার কান্দিরপাড় পূবালী চত্বরে গণজাগরণ মঞ্চের প্রতিবাদ-বিক্ষোভ শেষে আজ কলেজ চত্বরে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। আজ সকাল থেকে কলেজের শহীদ মিনারের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন তাঁরা। তনুর হত্যাকারীকে শনাক্ত করে দ্রুত ফাঁসিতে ঝুলিয়ে বিচারের দাবি জানাচ্ছেন তাঁরা। ‘জ্বালো জ্বালো আগুন জ্বালো’, ‘তনুর মুখে রক্ত কেন, প্রশাসন জবাব চাই’, ‘আমার দাবি তোমার দাবি ফাঁসি ফাঁসি’, ফিরব না আজ ঘরে তনু হত্যার বিচার না পেলে’সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে আছে ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাস। বিচার না হওয়া পর্ষন্ত শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানান তাঁরা।
গত ২০ মার্চ সন্ধ্যায় টিউশনির জন্য বাড়ি থেকে বেরিয়ে যান তনু। পরে বাসায় ফিরে না আসায় তাঁকে খোঁজাখুঁজি করে পরিবারের সদস্যরা। রাতে ক্যান্টনমেন্ট বোর্ড বালিকা উচ্চ বিদ্যালয়সংলগ্ন কালভার্টের পাশে ঝোপের মধ্যে তাঁর লাশ পাওয়া যায়।