চলে গেলেন নেত্রকোনার সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী সিদ্দিকী
নেত্রকোনা জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা প্রবীণ সদস্য, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোহাম্মদ আলী সিদ্দিকী চলে গেছেন না ফেরার দেশে। আজ সোমবার সকাল সাড়ে ৬টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।
এর আগে গতকাল রোববার সন্ধ্যায় শহরের মোক্তারপাড়ার নিজ বাসায় হৃদরোগে আক্তান্ত হন মোহাম্মদ আলী সিদ্দিকী। সঙ্গে সঙ্গে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মৃত্যুর পর হাসপাতাল থেকে মরদেহ নেত্রকোনার নিজ বাসায় আনা হয়। খবর পেয়ে শহরের কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাঁকে শেষবারের মতো দেখতে বাসায় ভিড় জমান।
মৃত্যুর সময় মোহাম্মদ আলী সিদ্দিকী স্ত্রী, এক ছেলে এটিএন নিউজের নিজস্ব প্রতিবেদক আরাফাত আলী সিদ্দিকী সোহাগ, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বেলা ১টায় নেত্রকোনা জেলা প্রেসক্লাবে অবস্থানের পর বেলা ২টায় মোক্তারপাড়া জামে মসজিদে জানাজা হয়। পরে নেত্রকোনা পৌর গোরস্তানে তাঁকে সমাহিত করা হয়।
সাহিত্যিক খালেকদাদ চৌধুরী, কবি নির্মলেন্দু গুণসহ নেত্রকোনার সাংবাদিক কবি-সাহিত্যিকদের চর্চাকেন্দ্র হিসেবে পরিচিতি পায় মোক্তারপাড়া মোহাম্মদ আলী সিদ্দিকীর মালিকানাধীন সিদ্দিক প্রেস। এই প্রেস থেকেই বের হতো খালেকদাদ চৌধুরীর সম্পাদনায় সাহিত্য পত্রিকা ‘উত্তর আকাশ’।
মোহাম্মদ আলীর মৃত্যুতে নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান, সাধারণ সম্পাদক আশরাফ আলী খান খসরু, জেলা প্রশাসনের পক্ষে এনডিসি প্রণয় চাকমা, নেত্রকোনা পৌরসভার সাবেক মেয়র প্রশান্ত কুমার রায়, জেলা সাংবাদিক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, জেলা প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খান, টেলিভিশন সাংবাদিক ফোরাম, রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন জেলা কমিটির সভাপতি দিলওয়ার খান, নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, সম্পাদক সাইফুল্লাহ এমরান, প্রেস মালিক সমিতি, নেত্রকোনা পর্যটন উন্নয়ন জোটের সদস্য সচিব অধ্যাপক তপন সাহা, শিকড়ের সভাপতি আ ক ম রফিকুল ইসলাম আপেল, শতদল শিল্পীগোষ্ঠীর সভাপতি আলী আসকর খান পাঠান সিন্টুসহ জেলার সাংবাদিকরা শোক জানিয়েছেন।