বিচার না পেয়ে অন্তঃসত্ত্বা স্কুলছাত্রীর ‘আত্মহত্যা’
কুড়িগ্রাম শহরের হরিকেশ মধ্যপাড়া গ্রামের বাড়ি থেকে বীথি নামের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রেমের সম্পর্কের ফলে সে অন্তঃসত্ত্বা ছিল বলে পরিবারের সদস্যরা জানিয়েছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, হরিকেশ মধ্যপাড়ার আবু বক্করের ছেলে ইউসুফ আলীর (২২) সঙ্গে প্রায় তিন মাস আগে প্রেমের সম্পর্ক শুরু হয় একই এলাকার বাবুলের মেয়ে বীথির। প্রেমের সম্পর্কের একপর্যায়ে বীথি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পারিবারিকভাবে বিষয়টি গ্রাম্য সালিশের মাধ্যমে সমাধানের চেষ্টা করে এলাকাবাসী। এ অবস্থায় ইউসুফের দাদি নূর জাহান গতকাল রোববার বিকেলে বাড়ি এসে বীথিকে শাসিয়ে চলে যায়।
পরে সন্ধ্যায় বীথির বাবা-মাসহ বাড়ির লোকজন ঘরের দরজা ভেঙে বীথির ঝুলন্ত লাশ দেখতে পায়। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠায়।
বীথি কুড়িগ্রাম শহরের আদর্শ উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ত।
এদিকে ঘটনা জানাজানি হলে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ইউসুফকে ধরতে তার বাড়িতে যায়। কিন্তু ঘটনার পর ইউসুফের ভাবি ফুলতি ছাড়া বাড়ির সবাই পালিয়ে যায়। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী ফুলতিকে ধরে পুলিশে সোপর্দ করে।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমির উদ্দিন জানান, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। একজনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।