লিচুবাগানে মিলল গলা কাটা লাশ
কুষ্টিয়ায় একটি লিচুবাগান থেকে এক অটোচালকের গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম শাহীন জানান, সকালে লিচুবাগানে সুজন সিকদার (২৮) নামের ওই অটোচালকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ওসি জানান, নিহত সুজন সিকদারের পেটে ও পিঠে ছুরিকাঘাত ছাড়াও গলা কেটে তাঁর মৃত্যু নিশ্চিত করেছে হত্যাকারীরা। গতকাল দিবাগত রাত ২টা থেকে ৪টার মধ্যে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইলের সূত্র ধরে তাঁর পরিচয় পাওয়া গেছে বলে জানান ওসি।
সুজন সিকদার কুষ্টিয়া শহরের কোর্টপাড়ার সুখনগর বস্তির মঞ্জিল সিকদারের ছেলে। পেশায় অটোচালক হলেও আশপাশে তাঁর অটোরও কোনো সন্ধান পাওয়া যায়নি। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। দ্রুতই হত্যাকারীরা আইনের আওতায় আসবে বলে জানান ওসি।