পুলিশের ১৫টি শীর্ষ পদে রদবদল
পুলিশের শীর্ষ পদে রদবদল হয়েছে। আজ রোববার পুলিশের পাঁচজন অতিরিক্ত উপমহাপরিদর্শকসহ (অ্যাডিশনাল ডিআইজি) মোট ১৫টি পদে রদবদল করেছে সরকার।
আজ রোববার যুগ্ম সচিব এ এস এম ইমদাদুদ দস্তগীর স্বাক্ষরিত এ-সংক্রান্ত তিনটি পৃথক আদেশ জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার এম আওরঙ্গজেব মাহবুবকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কমান্ড্যান্ট হিসেবে খাগড়াছড়ির বিশেষায়িত ট্রেনিং সেন্টার, খুলনার অতিরিক্ত ডিআইজি খন্দকার রফিকুল ইসলামকে র্যাবের পরিচালক, এপিবিএন সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি ড. হাসানুল হায়দারকে টাঙ্গাইল পিটিসির কমান্ড্যান্ট, নোয়াখালী পিটিসির অতিরিক্ত ডিআইজি হাসিব আজিজকে এপিবিএন সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি এবং ঢাকা সিআইডির অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে) মো. হাবিবুর রহমানকে নোয়াখালী পিটিসির কমান্ড্যান্ট (চলতি দায়িত্বে) হিসেবে বদলি করা হয়।
অপর আরেকটি আদেশে বরিশালে উপকমিশনার হিসেবে বদলির আদেশ পাওয়া পুলিশের উপকমিশনার মোল্লা নজরুল ইসলামকে জয়পুরহাটের পুলিশ সুপার করা হয়েছে। আর জয়পুরহাটের পুলিশ সুপার মো. আবু কালাম সিদ্দিকিকে ডিএমপির উপকমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
অন্য আদেশে সারদা পুলিশ একাডেমির সুপার রেজাউল করিম মল্লিককে ঢাকার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার, বরিশাল আরআরএফ কমান্ড্যান্ট কাজী মোরতাজ আহমেদকে ঢাকা টুরিস্ট পুলিশের সুপার করা হয়েছে।
একই আদেশে খুলনা আরআরএফ কমান্ড্যান্ট ড. মো. নজরুল করিম খান ও ময়মনসিংহ জেলার মুক্তাগাছার দ্বিতীয় এপিবিএন অধিনায়ক মো. দেলোয়ার হোসেনকে ঢাকা সিআইডির বিশেষ পুলিশ সুপার করা হয়েছে।
এ ছাড়া চতুর্থ এপিবিএন বগুড়ার অধিনায়ক আবু নাসের মোহাম্মদ খালেককে ১০ এপিবিএন বরিশালের অধিনায়ক, ঢাকার বিশেষায়িত সিকিউরিটি ও প্রোটেকশন ব্যাটালিয়নের পুলিশ সুপার ড. মো. আক্কাস উদ্দিন ভূঁইয়াকে দ্বিতীয় এপিবিএন ময়মনসিংহ জেলার মুক্তাগাছার অধিনায়ক, ১০ এপিবিএন বরিশালের অধিনায়ক মোহাম্মদ আব্দুর রহিমকে খুলনা পিটিসির পুলিশ সুপার এবং সিলেট আরআরএফ কমান্ড্যান্ট মো. জে আনসার উদ্দিন পাঠানকে ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সারদার পুলিশ সুপার করা হয়েছে।