শেরপুরে নির্বাচন
পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/03/31/photo-1459400126.jpg)
ছবি : এনটিভি
শেরপুরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কামরুল হাসান গেন্দুর পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে।
আজ বৃহস্পতিবার সকালে শান্তিপূর্ণ ভোট শুরু হলেও কিছুক্ষণ পর এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ পাওয়া যায়।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কামরুল হাসান গেন্দুর বড় ভাই আবু রায়হান শামীমের অভিযোগ, সরকারি দলের এজেন্টরা অন্য এজেন্টদের বের করে দিয়েছে। এমনকি নকলার চন্দ্রকোনা ইউনিয়নের বাছুর আলগা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের একটি মহিলা বুথে সরকারি দলের এজেন্টদের সামনেই ভোট দিতে হচ্ছে বলে অভিযোগ তাঁর।
তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো কেন্দ্রে বড় ধরনের সংঘাত সংঘর্ষের ঘটনা ঘটেনি।
শেরপুরের নকলা উপজেলার নয়টি, শ্রীবরদী উপজেলার ছয়টি ও শেরপুর সদর উপজেলার একটি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হচ্ছে।