বগুড়ায় অপহৃত দুই ব্যক্তি গাইবান্ধায় উদ্ধার
বগুড়ার আদমদীঘি থেকে গত ২৮ মার্চ অপহরণ করা হয়েছিল দুই ব্যক্তিকে। আজ সকালে গাইবান্ধা থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ। সেই সঙ্গে অস্ত্র, গুলিসহ এক অপহরণকারীকেও গ্রেপ্তার করা হয়েছে।
উদ্ধার হওয়া দুই ব্যক্তি হলেন ইয়াছিন আলী ও জোব্বার প্রামাণিক।
গাইবান্ধার সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ইদ্রিস ও তাঁর সঙ্গীরা বগুড়ার আদমদিঘী থেকে ইয়াছিন আলী ও জোব্বার প্রামাণিককে গত ২৮ মার্চ অপহরণ করে সাঘাটা চক গোবিন্দি গ্রামে আটক করে রাখে। পরে অপহৃতদের পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। বিষয়টি ইয়াছিস আলী ও জোব্বার প্রামাণিকের পরিবারের সদস্যরা পুলিশকে জানায়।
গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে গোয়েন্দা পুলিশ ও সাঘাটা থানার পুলিশ চরগোবিন্দি গ্রামে অভিযান চালিয়ে ইয়াছিন ও জোব্বারকে উদ্ধার করে বলে জানান ওসি। এ সময় ঘটনাস্থল থেকে দুটি পাইপগান, ১২ রাউন্ড গুলিসহ ফুলছড়ি উপজেলার দক্ষিণ খোলাবাড়ী গামের ইদ্রিসকে গ্রেপ্তার করা হয়। তবে অপহরণের সঙ্গে জড়িত ইদ্রিসের অন্য সঙ্গীরা পালিয়ে যায়।