সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড
সিরাজগঞ্জে ফাতেমা খাতুন নামের এক নারীকে হত্যার দায়ে তাঁর স্বামী আবদুস সালামকে (৩৩) মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সাথে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার দুপুরে সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিশেষ আদালত ২-এর বিচারক মাসুদুর রহমান আসামির সামনে এ রায় দেন। সালামের বাড়ি উল্লাপাড়া উপজেলার দহখোলা গ্রামে।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০০৮ সালের ২৬ জুলাই রাতে পারিবারিক কলহের জের ধরে আবদুস সালাম তাঁর স্ত্রী ফাতেমা খাতুনকে পিটিয়ে হত্যা করেন। পরে হত্যাটি আত্মহত্যা বলে চালানোর জন্য তিনি ফাতেমার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন।
এ ঘটনায় নিহতের মামা গোলবার হোসেন নয়জনকে আসামি করে উল্লাপাড়া থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযাগপত্র দেন। শুনানি শেষে আদালত আজ সোমবার সকালে আবদুস সালামকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। একই সাথে অন্য আটজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের বেকসুর খালাস দেন।