পটুয়াখালী পলিটেকনিকে ছাত্রলীগের সংঘর্ষ, আহত ১০
পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ রোববার বেলা ১১টায় এই সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে পাঁচজনকে পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা ভর্তি করা হয়েছে।
এদিকে শিক্ষকদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সংঘর্ষের সময় কলেজের একাধিক শিক্ষককে লাঞ্ছিত করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকালে পলিটেকনিক ইনস্টিটিউটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ক্যাম্পাসের মধ্যে ক্যাম্পাস ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবির হোসেন নিপু ও দপ্তর সম্পাদক মো. বেল্লাল হোসেনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নিপু, বেল্লালসহ কমপক্ষে ১০ জন আহত হন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার পথে হাসপাতালের গেটের সামনে আরেক দফা সংঘর্ষের ঘটনা ঘটে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।