উপমন্ত্রীর পুলিশ পেটানোর ঘটনা তদন্ত হচ্ছে

উপমন্ত্রী আরিফ খান জয়ের পুলিশ পেটানোর ঘটনা তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি আজ সোমবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ঘটনা তদন্তের কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ঘটনাটি সম্পর্কে আমি জানতে পেরেছি। পত্রপত্রিকায় ঘটনাটি এসেছে। আমি সংশ্লিষ্টদের সঙ্গে কথাও বলেছি। তদন্তের পরই এ বিষয়ে বিস্তারিত বলতে পারব।’
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আজ তাঁর দপ্তরে দেখা করে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধিদল। প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
এ সময় একজন সাংবাদিক উপমন্ত্রী আরিফ খান জয়ের পুলিশ পেটানোর ঘটনা নিয়ে প্রশ্ন করলে স্বরাষ্ট্রমন্ত্রী তদন্তের কথা জানান।
গত শনিবার সাভারে উপমন্ত্রী আরিফ খান জয়ের গাড়ি মহাসড়কের আইল্যান্ডের ওপরে উঠে গেলে তিনি গাড়ি থেকে নেমে পড়েন। ওই সময় তাঁকে নিরাপত্তা দিতে গেলে পুলিশের একজন উপপরিদর্শককে (এসআই) মারধর করেন তিনি। এ ঘটনায় মারধরের শিকার এসআই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে তাঁকে মারধর ও ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনা উল্লেখ করা হয়।