কোথায়, কখন, কী মামলা হয় জানি না : হান্নান

ক্ষমতায় টিকে থাকার জন্যই সরকার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক বানোয়াট মামলা দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ।
আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত এক আলোচনায় অংশ নিয়ে হান্নান শাহ বলেন, ‘খালেদা জিয়াসহ আমাদের বিরুদ্ধে মোকদ্দমা কেন করছে? যাতে আমরা দুর্বল হয়ে যাই এবং তারা টিকে থাকতে পারে। আমাদের বিরুদ্ধে কোথায়, কখন, কী মামলা হয়, সেটাও জানি না।’
রাজনীতিবিদদের চরিত্র হরন করার উদ্দেশ্যেই এসব বানোয়াট মামলা দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন হান্নান শাহ।
চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, সরকারের গণবিরোধী চেহারা জনসমক্ষে আনতেই বিএনপি সবকটি ইউপি নির্বাচনে অংশ নেবে। তিনি বলেন, ‘প্রতিটি নির্বাচনে আমরা অংশগ্রহণ করে এই সরকারের যে কুৎসিত চেহারা, এই সরকারের যে সন্ত্রাসী চেহারা, এই সরকারের যে গণবিরোধী চেহারা এটা আমরা জনসমক্ষে নিয়ে আসি। এই নির্বাচনে একেবারে তৃণমূল পর্যায়ে পৌঁছে গেছে যে ভোট ডাকাত কারা।’
সরকার পেশিশক্তির ব্যবহার অব্যাহত রাখতেই তাদের হাজার হাজার নেতাকর্মীকে অস্ত্রের লাইসেন্স দিয়েছে বলে অভিযোগ করেন হান্নান শাহ। ইউনিয়ন পরিষদ নির্বাচনে এই পেশিশক্তির ব্যবহার দেখা গেছে বলেও মন্তব্য করেন তিনি।