আবুল বারকাতকে আইনি নোটিশ
আদালত অবমাননার অভিযোগে জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আবুল বারকাতের বিরুদ্ধে নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
ডাক ও রেজিস্ট্রিযোগে আজ বুধবার সকাল ৯টার দিকে এই নোটিশ পাঠানো হয় বলে জানান নোটিশ প্রেরণকারী আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ।
নোটিশে বলা হয়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আদালত অবমাননার অভিযোগে পাঠানো নোটিশের জবাব না দিলে সংবিধান অনুযায়ী আবুল বারকাতের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার অভিযোগে মামলা করা হবে।
ইউনুছ আলী আকন্দ বলেন, ‘মন্ত্রীদের আদালত অবমাননার শাস্তি হিসেবে অর্থদণ্ড দেওয়া হয়েছে। কিন্তু তার চেয়ে বেশি গুরুতর অবমাননা করেছেন আবুল বারকাত।’
ইউনুছ আলী আরো বলেন, ‘প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সামনেই তিনি বিচার বিভাগ নিয়ে মন্তব্য করেছেন। তাঁর অপরাধ আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের চেয়েও মারাত্মক। তাই তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে এই আদালত অবমাননার জবাব দিতে হবে। সঠিক সময়ের মধ্যে জবাব না দিলে তাঁর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করা হবে।’
গত ২ এপ্রিল (শনিবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আলোচনার একপর্যায়ে অর্থনীতিবিদ আবুল বারকাত গবেষণার তথ্য তুলে ধরে বলেন, ‘আমার বলতে দ্বিধা নেই, গবেষণাভিত্তিক কথা এটা, লোয়ার কোর্ট থেকে শুরু করে হাইকোর্ট পর্যন্ত আইনের রায় বেচাকেনা হয়।’
আবুল বারকাতের এমন তথ্য দিয়ে বক্তৃতা করার পর তার জবাবে প্রধান এই বিচারপতি বলেন, ‘আমি সদর্পে বলতে পারি, আমার বিচার বিভাগে কোনো মামলায় রায় বিক্রি হয় না। হ্যাঁ, এখানে হচ্ছে, আমি অস্বীকার করছি না। বড়জোর এটা ৫ থেকে ১০ শতাংশ হতে পারে।’
অর্থনীতিবিদ ড. আবুল বারকাতের দাবির পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা আরো বলেন, ‘যে এই প্রশ্ন তুলেছেন, আপনি তো একটা প্রতিষ্ঠানের প্রধান (চেয়ারম্যান) ছিলেন। আপনি কি সবাইকে লোন (ঋণ) দিতে পেরেছেন।’