মানবতাবিরোধী অপরাধ
আটজনের বিরুদ্ধে প্রতিবেদন প্রস্তুত
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জামালপুর জেলার আটজনের বিরুদ্ধে প্রতিবেদন প্রস্তুত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এঁদের মধ্যে রয়েছেন ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক অধ্যাপক শরীফ আহমেদ (৭১)।
আজ মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান তদন্ত কর্মকর্তা আবদুল হান্নান খান ও জ্যেষ্ঠ তদন্ত কর্মকর্তা সানাউল হক এ কথা বলেন।
তাঁরা জানান, আগামীকাল বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে এ প্রতিবেদন জমা দেওয়া হবে।
প্রতিবেদনে নাম থাকা অপর সাতজন হলেন : মো. আশরাফ হোসেন (৬৪), মো. আবদুল মান্নান (৬৬), মো. আবদুল বারী (৬২), হারুন (৫৮), মো. আবুল হাসেম (৬৫), অধ্যাপক মো. শামসুল হক ওরফে বদর ভাই (৭৫), এস এম ইউসুফ আলী (৮৩)। তাঁদের মধ্যে মো. শামসুল হক ও এস এম ইউসুফ আলী আটক আছেন, বাকিরা পলাতক।
প্রতিবেদনে বলা হয়েছে, উল্লিখিত ব্যক্তিরা একাত্তর সালের মে মাসে জামালপুর মহকুমা শান্তি কমিটি ও আলবদর বাহিনী গঠন করে এবং সাধনা ঔষধালয় দখল করে সেখানে অফিস স্থাপন করেন। পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে যোগসাজশ করে আলবদর বাহিনী সেখানে নিরীহ মানুষকে আটক করে নির্যাতন, হত্যা, লাশ গুম, অত্যাচার ইত্যাদি মানবতাবিরোধী অপরাধ করে। এ ছাড়া ১৯৭১ সালের ৭ জুলাই স্থানীয় ইয়াদ আলী মণ্ডলকে তাঁর বাড়িতে ঢুকে গুলি করে হত্যা করে তারা। মুক্তিযুদ্ধের সময় মো. শহীদুর রহমান ভূঁইয়াকে (অবসরপ্রাপ্ত ডিআইজি) অপহরণের চেষ্টার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এই আটজনের বিরুদ্ধে হত্যা ও নির্যাতনের ১০টি অভিযোগ রয়েছে।
২০১৩ সালের ৬ জুন থেকে এই তদন্ত কার্যক্রম শুরু করে তদন্ত সংস্থা।