‘সালাহ উদ্দিন কোথায়, তথ্য উদঘাটন শিগগিরই’
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ নিখোঁজের বিষয়ে শিগগিরই তথ্য উদঘাটিত হবে বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
আজ মঙ্গলবার বেলা ১১টায় কুষ্টিয়া শহরের পিটিআই রোডে নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এ কথা বলেন।
মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘কেউ নিখোঁজ হলে তাঁকে খুঁজে বের করার দায়িত্ব সরকার, আইনশৃঙ্খলা বাহিনীসহ সবার। তাঁর পরিবারের সংশ্লিষ্ট সবার উচিত, এ ব্যাপারে সরকারকে তথ্য দিয়ে সহায়তা করা। আইনশৃঙ্খলা বাহিনী এ ব্যাপারে সচেষ্ট রয়েছে। তাঁকে খুঁজে বের করার চেষ্টা করছে। তিনি কোথায় গেছেন বা আছেন, এ বিষয়ে তথ্য উদঘাটন হবে শিগগিরই।’
হানিফ বলেন, ‘বিএনপির নেতৃত্বে ২০ দল সম্প্রতি আন্দোলনের নামে পেট্রলবোমা দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করেছে। এই হত্যার দায়ভার যাদের ওপরে, এই রক্তের দাগ যাদের হাতে, তাদের সঙ্গে সংলাপে বসার কোনো আগ্রহ নেই সরকারের। আমরা কোনো খুনির সঙ্গে সংলাপে বসব না। জনগণও এটা চায় না। জনগণ চায়, যারা পেট্রলবোমা দিয়ে মানুষ হত্যা করছে, তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হোক। ভবিষ্যতে যাতে কেউ এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করতে না পারে।’
সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হলে আর বিএনপি অংশ নিলে আওয়ামী লীগের ভরাডুবি হবে—বিএনপির এমন দাবি প্রসঙ্গে হানিফ বলেন, নির্বাচনের আগে অনেকেই অনেক কথা বলেন। যাঁর জামানত বাজেয়াপ্ত হয়, তিনিও নির্বাচনের আগে বিজয়ের আশা করেন।
এ সময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সিনিয়র সহসভাপতি হাজি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।