রাঙামাটিতে বৈশাখী ও বৈসাবি মেলা শুরু
রাঙামাটিতে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বৈশাখী ও বৈসাবি মেলা। রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে আজ রোববার থেকে এ মেলা শুরু হয়েছে।
রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসক মো. সামসুল আরেফিনের সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর সিদ্দিকী, সহকারী পুলিশ সুপার চিত্তরঞ্জন পাল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজি কামাল উদ্দীন, আশিকার নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা, রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিক, বিশিষ্ট ঠিকাদার বেলাল হোসেন। সভা পরিচালনা করেন লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের জ্যেষ্ঠ শিক্ষক লিটন দেব।
মেলার উদ্বোধন করে দীপংকর তালুকদার বলেন, বাঙালিদের উৎসব বাংলা নববর্ষ আর পাহাড়িদের প্রধান সামাজিক উৎসব বৈসাবি। এই দুটি উৎসব পাহাড়ে একইসূত্রে গাঁথা। পাহাড়ে এই দুটি উৎসব নিয়ে উভয় জনগোষ্ঠীর সাধারণ মানুষ যেভাবে মাতোয়ারা তা অন্য কোনোখানে দেখা যায় না।
জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন বলেন, বাংলা নববর্ষ ও বৈসাবি উৎসব ঘিরে পাহাড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। এই আমেজকে আরো বাড়িয়ে দিতে জেলা প্রশাসন থেকে মেলার আয়োজন করা হয়েছে। তিনি সবাইকে মেলায় আসার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে অতিথিরা মেলার স্টল ঘুরে দেখেন। মেলা আগামী বৃহস্পতিবার শেষ হওয়ার কথা রয়েছে।