পাহাড়ি জলে ভাসল ফুলের ভেলা
চাকমাদের ফুল বিজু আর ত্রিপুরাদের হারি বৈসুক আজ। পাহাড়ি নদীতে ফুল ভাসানোর দিন। বিগত দিনের সব দুঃখ-গ্লানি ফুলের ভেলায় ভাসিয়ে নতুন বছরের দিকে পা বাড়ায় পাহাড়িরা।
পার্বত্য চট্টগ্রামে আজ মঙ্গলবারই মূলত শুরু হলো পুরাতন বছরকে বিদায় আর বর্ষবরণের মহান অনুষ্ঠান বৈসাবি।
আজ সকালে রাঙামাটি শহরের রাজবাড়ীঘাটে চাকমাদের পানিতে ফুল বিজুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ঊষাতন তালুকদার। তিনি পার্বত্য চট্টগ্রামসহ দেশবাসীকে বিজুর শুভেচ্ছা জানান।
একইভাবে সকাল ৯টায় শহরের গর্জনতলি এলাকায় পানিতে ফুল ভাসিয়ে বৈসুক উৎসবের সূচনা করে ত্রিপুরা জনগোষ্ঠী। পানিতে ফুল ভাসানোর পর বাড়ির প্রবীণ ব্যক্তিদের সম্মাননা দেওয়া হয়। এর পর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় ত্রিপুরাদের বৈসুক।
আজ ফুল বিজুর পর কাল বুধবার অনুষ্ঠিত হবে মূল বিজু। এদিন বাড়ি বাড়ি বেড়ানো আর খানাপিনার মাধ্যমে পালিত হবে বিজুর মূল আয়োজন।
এ ছাড়া ১৫ এপ্রিল রাঙামাটির কাপ্তাই উপজেলার চিতমরমে অনুষ্ঠিত হবে মারমা জনগোষ্ঠীর সাংগ্রাই জলোৎসব।