পঞ্চগড়ে বিচারক সংকট, দুর্ভোগে বিচারপ্রার্থীরা
পঞ্চগড় জেলা জজ আদালতের বিচারকাজে স্থবিরতা দেখা দিয়েছে। জেলার জন্য নির্দিষ্ট বিচারক কর্মস্থলে না থাকায় এই স্থবিরতা দেখা দিয়েছে বলে মনে করছে জেলা আইনজীবী সমিতি।
গত মঙ্গলবার জেলা আইনজীবী সমিতির সাধারণ সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। এতে সদস্যরা উদ্বেগ প্রকাশ করেন। গতকাল বুধবার রাতে জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. গোলাম হাফিজ ও সাধারণ সম্পাদক মজনুর রহমান জানান, বিচারক সংকটের কারণে জেলা জজ আদালতের বিচারপ্রার্থীরা চরম দুরবস্থার মধ্যে পড়ছেন। সংকট নিরসনে আইনজীবী সমিতির একটি প্রতিনিধিদল শিগগির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করে বিচারক নিয়োগের জন্য অনুরোধ জানাবে।
আইনজীবী সমিতির বিজ্ঞপ্তিতে বলা হয়, শারীরিক অসুস্থতার কারণে জেলা ও দায়রা জজ এম এ নূর চার মাস ধরে ছুটিতে আছেন। একটি প্রশিক্ষণে অংশ নিতে কর্মস্থলে অনুপস্থিত যুগ্ম জেলা জজ। এ ছাড়া পাঁচটি থানার পাঁচটি দেওয়ানি আদালতের সহকারী ও জ্যেষ্ঠ সহকারী বিচারকের মধ্যে শুধু সদর উপজেলায় একজন জ্যেষ্ঠ সহকারী বিচারক রয়েছেন।
অন্যদিকে মুখ্য বিচারিক হাকিম আদালতে একজন মুখ্য বিচাররিক হাকিম, একজন অতিরিক্ত মুখ্য বিচাররিক হাকিম এবং একজন জেষ্ঠ্য বিচারিক হাকিম বিচারকাজ পরিচালনা করছেন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ অবস্থায় বিচারপ্রার্থীরা মামলার তারিখ অনুযায়ী নিয়মিত আদালতে হাজির হলেও বিচার না পেয়ে তাদের হতাশ হয়ে ফিরে যেতে হয়। এতে দুর্ভোগের শিকার হচ্ছে বিচারপ্রার্থীরা।
অবিলম্বে জেলা জজ আদালতের শূন্য পদে বিচারক নিয়োগের দাবি জানিয়ে আইনজীবী সমিতির নেতারা বলেন, প্রয়োজনে বিচারক নিয়োগের দাবিতে সামনে কর্মসূচি দেওয়া হবে।