এনটিভির ক্যামেরাপারসন আজিজুলের বাবার ইন্তেকাল
বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি খুলনা কার্যালয়ের স্টাফ ক্যামেরাপারসন মো. আজিজুল ইসলামের বাবা মো. মেহের আলী সরদার (৭৫) আর নেই।
আজ বৃহস্পতিবার বিকেলে খুলনার বাগমারাস্থ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।
পরিবারের সদস্যরা জানান, বিকেলে মেহের আলী নামাজ পড়ছিলেন। এ সময় তিনি হঠাৎ করেই ঢলে পড়েন। পরিবারের সদস্যরা দ্রুত স্থানীয় চিকিৎসকদের কাছে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, তিনি হিটস্টোকে মারা গেছেন।
মেহের আলী সরদার স্ত্রী, পাঁচ ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি খুলনা কার্যালয়ের স্টাফ ক্যামেরাপারসন মো. আজিজুল ইসলামের বাবা মো. মেহের আলী সরদার (৭৫) আজ বৃহস্পতিবার বিকেলে মারা গেছেন। ছবি : এনটিভি