পটুয়াখালীতে আওয়ামী লীগ নেতার পায়ে গুলি
পটুয়াখালীর মির্জাগঞ্জ ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি গাজী মো. সেলিমকে (৪০) তাঁর নিজ বাড়িতে গভীর রাতে গুলি করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, পাঁচ/সাতজনের মুখোশধারী সশস্ত্র দুর্বৃত্তরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। অস্ত্রের মুখে তারা গাজী সেলিমের হাত-পা বেঁধে মারধর করে।
আওয়ামী লীগ নেতা সেলিম জানান, সন্ত্রাসীরা ঘরের আলমারি ভেঙে পাঁচ/ছয় ভরি স্বর্ণালংকার ও ৫৫ হাজার টাকা নিয়ে যাওয়ার সময় সেলিম গাজীর বাঁ পায়ের হাঁটুতে গুলি করে। খবর পেয়ে রাতেই মির্জাগঞ্জ থানা পুলিশ সেলিমকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
গাজী সেলিম আরো বলেন, ‘গত ২২ মার্চ মির্জাগঞ্জ ইউনিয়নে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. নাসির উদ্দিন নির্বাচনে হেরে যান। এর পর থেকে তিনি আমাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে আসছিলেন। রাতে মুখোশধারী সন্ত্রাসীরা নির্বাচনের বিষয় বিভিন্ন রকম কথা বলে আমাকে মারধর করে।’
এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘খবর পেয়ে আমি রাতেই ঘটনাস্থলে যাই এবং গুলিবিদ্ধ সেলিমকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠাই।’
মো. নাসির তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যাপারে দাবি করেন, তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন।