হবিগঞ্জ-সিলেট সড়কে ৪ দিন ধরে বাস চলাচল বন্ধ
সিলেটের কদমতলী বাসস্ট্যান্ডে হবিগঞ্জের কয়েকটি বাসের শ্রমিকদের মারধরের প্রতিবাদে চতুর্থ দিনের মতো হবিগঞ্জ-সিলেট সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে।
তুচ্ছ বিষয় নিয়ে বুধবার সকালে হবিগঞ্জের বাসচালক জুনায়েদ মিয়ার সঙ্গে সিলেটের মিতালী পরিবহনের একটি বাসের চালকের কথাকাটাকাটি হয়েছিল। এর জের ধরে ওই দিন দুপুরে কদমতলী বাসস্ট্যান্ডে জুনায়েদ মিয়াসহ হবিগঞ্জের কয়েকটি বাসের শ্রমিকদের মারধর করে মিতালী পরিবহনের শ্রমিকরা। এতে হবিগঞ্জের পাঁচ বাস শ্রমিক আহত হন। তাঁদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে হবিগঞ্জ-সিলেট সড়কে বাস চলাচল বন্ধ করে দেয় হবিগঞ্জে বাস মালিকদের সংগঠন হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ। চার দিন ধরে বাস চলাচল বন্ধ থাকায় এ রুটে চলাচলকারী যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সজীব আলী বলেন, ‘ঘটনার উপযুক্ত বিচার, আমাদের বাস এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এ রুটে বাস চলাচল বন্ধ থাকবে।’