পঞ্চগড়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, একজন গ্রেপ্তার
পঞ্চগড়ে শারীরিক ও বাক-প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার রাতে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর নাম কাইমুল ইসলাম (৫৫)।
এর আগে গতকাল সকালে জেলার সদর উপজেলার সিং রোড নায়েকপাড়া এলাকায় ওই প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার হয়।
মামলার এজাহার থেকে জানা যায়, দিনমজুর মা-বাবার অনুপস্থিতির সুযোগে নায়েকপাড়া গ্রামের কাইমুল ইসলাম বাড়িতে ঢুকে ওই কিশোরীকে ধর্ষণ করে। এ সময় ওই কিশোরীর মা বাড়িতে উপস্থিত হলে কাইমুল পালিয়ে যায়। পরে মেয়েকে দেখে ধর্ষণের আলামত বুঝতে পেরে বিষয়টি পরিবারের লোকজনসহ এলাকাবাসীকে জানান কিশোরীর মা। এলাকাবাসী তাদের থানায় যাওয়ার পরামর্শ দেন।
পঞ্চগড় থানার পরিদর্শক (তদন্ত) মোহসে উল গণি জানান, গতকাল সন্ধ্যায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে পঞ্চগড় থানায় ধর্ষণের অভিযোগে কাইমুল ইসলামকে আসামি করে একটি মামলা করেন।
মামলার পরপরই অভিযানে নামে পুলিশ। রাত ১১টার দিকে সিং রোড খালপাড়া এলাকা থেকে কাইমুলকে গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষা করা হবে এবং গ্রেপ্তার কাইমুলকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।