কুকুর দিল নিখোঁজ শিশুর সন্ধান

তিনদিন ধরে নিখোঁজ ছিল রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরআফড়া গ্রামের সাত বছর বয়সী শিশু ফাহাত। পরিবারের সদস্যরা অনেক খোঁজ করেও তার সন্ধান পায়নি।
আজ সোমবার সকালে বাড়ির পাশে আখক্ষেতের একটি গর্ত থেকে একটি মরদেহ টেনে তুলে কয়েকটি কুকুর। দেখা যায়, মরদেহটি শিশু ফাহাতের। মরদেহটি ছিল অর্ধগলিত।
খবর পেয়ে পাংশা থানার পুলিশ বাড়ির ১০ গজ দূরে ওই আখক্ষেত থেকে ফাহাতের লাশ উদ্ধার করে।
শিশু ফাহাত চরআফড়া গ্রামের কৃষক হাসেম মণ্ডলের ছেলে। গত শুক্রবার বিকেল থেকে সে নিখোঁজ ছিল।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শামা ইকবাল হায়াৎ জানান, সৎ ভাই রিপনের সঙ্গে একটি ঘর ওঠানো নিয়ে হাসেম মণ্ডলের কলহ-বিবাদ চলছিল। এরই জের ধরে হাসেমের ছেলের মৃত্যু হতে পারে। পুলিশ সৎভাই রিপনকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।
এদিকে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শিশু ফাহাতের লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।