নানি হারালেন সাকিব আল হাসান
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নানি সায়েরা খাতুন (৭৩) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বার্ধক্যজনিত কারণে আজ সোমবার ভোর রাতে মাগুরা সদর উপজেলার বারাশিয়া গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন সায়েরা খাতুন। তিনি ছেলে, মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সায়েরা খাতুনকে দাফন করা হয়ে। তিনি বারাশিয়া গ্রামের মৃত সুলাইমান বিশ্বাসের স্ত্রী।
সাকিল আল হাসান বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে ভারতে অবস্থান করছেন।