১৫ দফা দাবিতে দেশব্যাপী নৌশ্রমিকদের ধর্মঘটের ডাক
নিয়োগপত্র ও সার্ভিস বুক প্রদানসহ ১৫ দফা দাবিতে আগামীকাল বুধবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে সারা দেশে সব ধরনের নৌযানে লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছে নৌশ্রমিকরা। আজ মঙ্গলবার বরিশাল শাখা কার্যালয়ে বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের এক জরুরি সভায় এ ধর্মঘটের ডাক দেওয়া হয়।
অ্যাসোসিয়েশনের বরিশাল শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক মো. একিন আলী মাস্টার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকাল বুধবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে যাত্রীবাহী, পণ্যবাহী, পোস্টাল, ট্যাংকার, বালুবাহী জাহাজ, ড্রেজার, শেলো ট্যাংকারসহ সব ধরনের নৌযানের শ্রমিকরা কর্মবিরতি পালন করবে।
দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, প্রত্যেক নৌশ্রমিককে নিয়োগপত্র ও সার্ভিস বুক প্রদান, নৌযান শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত, সর্বনিম্ন মজুরি ১০ হাজার টাকা নির্ধারণ, কর্মস্থলে আহত শ্রমিকের চিকিৎসা ব্যয় ও চিকিৎসাকালে বেতন পরিশোধ।
সংগঠনের সভাপতি শেখ আবুল হাশেম মাস্টারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সিনিয়ন যুগ্ম সম্পাদক মো. একিন আলী মাস্টার, হাজি মো. লাল মিয়া মাস্টার, সহসভাপতি আইয়ুব আলী মাস্টার, সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম প্রমুখ।