পঞ্চগড় সীমান্তে বাংলাদেশি গরু ব্যবসায়ীকে আটক করেছে বিএসএফ
পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের সোনাপাতিলা ভারিয়াপাড়া সীমান্ত এলাকা থেকে আকতার হোসেন (৩৫) নামের এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
সোমবার গভীর রাতে আকতারসহ কয়েকজন ওই সীমান্তে গেলে ভারতের আটটাকিয়া বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাঁদের ধাওয়া করে। এ সময় অন্যরা পালিয়ে এলেও বিএসএফ আকতারকে ধরে নিয়ে যায়। আকতার সোনাপাতিলা ভারিয়াপাড়া এলাকার সামসুল হকের ছেলে।
গতকাল মঙ্গলবার সকালে ওই সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
পতাকা বৈঠকে বিএসএফ গরু ব্যবসায়ী আকতারকে ফেরত না দিয়ে তাঁকে ভারতীয় পুলিশে হস্তান্তর করে।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবু নাঈম মো. সালাহ উদ্দীন বাংলাদেশি এক গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে যাওয়ার কথা স্বীকার করেছেন। তাঁকে বিজিবির কাছে হস্তান্তরের জন্য বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন।