কুড়িগ্রামে শহীদ সামাদের স্মৃতিস্তম্ভ উদ্বোধন
স্বাধীনতার ৪৪ বছর পর কুড়িগ্রামে শহীদ লেফটেন্যান্ট আসফাকুস সামাদ বীর উত্তমের কবর সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার দুপুরে ভুরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাটে স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেন জেলা প্রশাসক এ বি এম আজাদ।
বাংলাদেশ সেনাবাহিনীর রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধার কবর সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক মেজর জেনারেল (অব.) আ ম সা আমিন, ৬৬ পদাতিক ডিভিশনের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার এ কে এম সামসুদ্দিন, ভুরুঙ্গামারী উপজেলান চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী প্রমুখ। পরে এ বীর শহীদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
মহান মুক্তিযুদ্ধের সময় ২০ নভেম্বর নাগেশ্বরীর রায়গঞ্জ ব্রিজের কাছে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হন প্রথম কমিশনপ্রাপ্ত অফিসার লে. আসফাকুস সামাদ বীর উত্তম। পরদিন তাঁর সহযোদ্ধারা সামাদসহ আরো তিনজনের লাশ উদ্ধার করে ভুরুঙ্গামারী জয়মনিরহাট মসজিদসংলগ্ন এলাকায় দাফন করেন। তাঁর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এলাকাবাসী ওই এলাকার নাম রাখেন সামাদনগর। এ ছাড়া তাঁর নামে প্রতিষ্ঠিত হয় বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান।