মহান স্বাধীনতা দিবস উদযাপন
ময়মনসিংহে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ
মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ ও শারীরিক কসরতসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হচ্ছে।
দিবসের প্রথম প্রহরে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ চত্বরে ২১ বার তোপধ্বনি করা হয়। একই সময়ে স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করেন ধর্মমন্ত্রী মতিউর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোস্তাকিম বিল্লাহ ফারুকী, জেলার পুলিশ সুপার মঈনুল হক। পরে জেলা আওয়ামী লীগ, বিএনপি, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভাসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করে।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে সার্কিট হাউজ মাঠে কুচকাওয়াজ ও শারীরিক কসরত অনুষ্ঠিত হবে। পুলিশ, আনসারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা এতে অংশ নেবে।