চট্টগ্রামে ছাত্রদল নেতা হত্যা মামলার আসামিরা খালাস
চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জমির উদ্দিন হত্যা মামলায় তৎকালীন ইসলামী ছাত্রশিবির নেতা নাসিরসহ ১৩ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
আজ বুধবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদ এ রায় দেন। দ্রুত বিচার ট্রাইব্যুনালের আইনজীবী (পিপি) মো. আইয়ুব খান এনটিভি অনলাইনকে বলেন, ‘আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক তাদের বেকসুর খালাস দেন। ২১ বছরের পুরোনো এ মামলায় নয় সাক্ষীর মধ্যে পাঁচজন পুলিশ।’ বাদী ছাড়া অন্য সাক্ষীদের বক্তব্য আদালতে জোরালো ছিল না বলে জানান তিনি।
আদালতে রায়ের সময় নাসিরসহ ছয়জন আদালতে উপস্থিত ছিলেন।পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী নাসির ১৯৯৮ সাল থেকে কারাগারে আছেন।
১৯৯৪ সালের ২০ নভেম্বর চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহত হন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জমির উদ্দিন। তাঁর ভাই আজিজ উদ্দিন বাদী হয়ে ইসলামী ছাত্রশিবির নেতাসহ ১৫ জনকে আসামি করে মামলা করেন। কয়েক বছর আগে র্যাবের কথিত ‘বন্দুকযুদ্ধে’ এ মামলার আসামি এয়াকুব ও হুমায়ুন কবির মারা যায়।