কিশোরগঞ্জে পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত
হিফজুল কোরআন প্রতিযোগিতা ‘পিএইচপি কোরআনের আলো’ প্রতিযোগিতার বাছাই পর্ব কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় জেলা শহরের হয়বতনগরে আল কারিম ক্যাডেট মাদ্রাসা প্রাঙ্গণে এ প্রতিযোগিতা শুরু হয়। সারা দেশে সপ্তমবারের মতো এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
জেলার বিভিন্ন মাদ্রাসা থেকে অনূর্ধ্ব-১৫ বছর বয়সী ২৮ জন কোরআনে হাফেজ প্রতিযোগিতায় অংশহগ্রহণ করেন। এর মধ্যে আটজনকে ‘ইয়েস কার্ড’ প্রদান করে চূড়ান্ত পর্বে অংশগ্রহণের জন্য মনোনীত করা হয়।
প্রতিযোগিতার স্পন্সর প্রতিষ্ঠান পিএইচপির পক্ষে হাফেজ মাওলানা আবদুল বাছির ও হাফেজ মাওলানা মো. সাইদুর রহমান বিচারকের দায়িত্ব পালন করেন। কিশোরগঞ্জসহ সারা দেশ থেকে বাছাই পর্বে বিজয়ীদের নিয়ে চুড়ান্ত প্রতিযোগিতা আগামী রমজান মাসজুড়ে চলবে। প্রতিযোগিতার মিডিয়া পার্টনার ও দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি অনুষ্ঠানগুলো সরাসরি সম্প্রচার করবে।