গুম-খুনের রাজনীতি আমাদের ইতিহাসে নেই : ওবায়দুল কাদের
গুম-খুনের রাজনীতি আওয়ামী লীগের ইতিহাসে নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানান, গুম-খুন হয়ে থাকলে পর্যাপ্ত প্রমাণ দিতে হবে। প্রমাণ দিতে পারলে অবশ্যই সরকার দায়ী থাকবে এবং কাঠগড়ায় দাঁড়াবে।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ বৃহম্পতিবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেন, ‘মুক্তিযুদ্ধ ও জাতির জনক সম্পর্কে যারা কটূক্তি করে এবং খুবই অপমানজনক কথাবার্তা বলে, তাদের জাতীয় দুশমন ছাড়া আর কী বলা যায়। আজকে দেখুন, তারা অবরোধ ডেকেছে, হরতাল ডেকেছে। চলছে চোরাগোপ্তা হামলা, চোরাগোপ্তা পেট্রলবোমা, চোরাগোপ্তা ককটেল, চোরাগোপ্তা বোমাবাজি। চোরাগোপ্তা হামলা করে কি পৃথিবীর কোনো দেশে সরকারের পতন হয়েছে? সরকারের পতন করতে হলে আপনাকে হয় নির্বাচনে যেতে হবে, অন্যথায় গণঅভ্যুত্থান করতে হবে। যে আন্দোলনে জনগণ নাই, যে আন্দোলনের অর্থই হচ্ছে নাশকতা, সেই আন্দোলন তো কখনো যৌক্তিক পরিণতিতে যাবে না। আর আপনার কর্মসূচিও অযৌক্তিক। বেগম জিয়া বললেন, তিনি যৌক্তিক পরিণতিতে পৌঁছা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। কিন্তু আপনার কর্মসূচি কি যৌক্তিক?’
সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি বলছে এটা তামাশার নির্বাচন। তামাশার নির্বাচন আমরা করি না। তাদের আন্দোলনও মানুষের কাছে তামাশা হয়ে গেছে।’
সেতুমন্ত্রী বলেন, ‘গুম-খুনের রাজনীতি আমাদের ইতিহাসে নেই। আমরা তো ষড়যন্ত্রমূলক রাজনীতি কখনো করি নাই। যদি গুম-খুন করে থাকি, সেটা তো প্রমাণ দিতে হবে। প্রমাণ করতে হবে গুমটা কে করেছে। সেটা প্রমাণ হোক। যদি তাই হয়, তাহলে সরকার অবশ্যই কাঠগড়ায় দাঁড়াবে। তথ্য-প্রমাণ নিয়ে আসুক। সাফিসিয়েন্ট অ্যাভিডেন্স নিয়ে আসুক যে সরকার একে গুম করেছে, একে খুন করেছে। সেটা তো আইনের ব্যাপার।’
পদ্মা সেতুর নামকরণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, পদ্মা নদীর নামেই পদ্মা সেতুর নামকরণ করা হবে।
এর আগে সকাল ৯টায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে ওবায়দুল কাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এর পর তাঁর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।