রাজশাহীতে শিক্ষক হত্যাকারীদের ক্ষমা নেই : তথ্যমন্ত্রী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যাকারীদের ক্ষমা নেই বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
আজ শনিবার বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে সম্মিলিত সংগীতশিল্পী সোসাইটি আয়োজিত সপ্তাহব্যাপী সংগীতমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তথ্যমন্ত্রী। এর আগে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন তথ্যমন্ত্রী। মেলা চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।
সংস্কৃতির চর্চা অব্যাহত রাখতে জঙ্গিবাদ উপড়ে ফেলার ওপর গুরুত্বারোপ করে হাসানুল হক ইনু বলেন, ‘এ দায়িত্ব শুধু রাজনীতিকদের নয়, শিল্পী-সংস্কৃতিকর্মীদেরও। কারণ, জঙ্গিবাদ সংস্কৃতিরচর্চার অন্তরায়। সংগীত রাজনীতিকে প্রাণ দেয়, পরিশীলিত করে। অপসংস্কৃতি ও উগ্রবাদ পরিহারে সংগীত ও সংস্কৃতির চর্চার বিকল্প নেই।’
সম্মিলিত সংগীতশিল্পী সোসাইটির পক্ষ থেকে আব্দুল জব্বার, সুজেয় শ্যাম, সাদী মোহাম্মদ, কুটি মনসুরসহ ২৫ জন সংগীতজ্ঞের হাতে সম্মাননা স্মারক তুলে দেন তথ্যমন্ত্রী।
আয়োজক সংগঠনের আহ্বায়ক সংগীতশিল্পী আশরাফ উদাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক খায়রুল আহসান জুয়েল, মেলা কমিটির আহ্বায়ক হাসান মতিউর রহমান, সম্পাদক তানিয়া হক শোভা প্রমুখ।