চাকমা রাজমাতা আরতি রায় আর নেই
পার্বত্য চট্টগ্রামের চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার রাজা দেবাশীষ রায়ের মা রাজমাতা আরতি রায় (৮১) সোমবার সকালে পরলোকগমন করেছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানান রোগে ভুগছিলেন।
আরতি রায় বেশ কিছুদিন ধরে ঢাকার স্কয়ার হাসপাতালে ক্লিনিক্যালি ডেড ছিলেন এবং সোমবার রাতেই তাঁকে ঢাকা থেকে রাঙামাটিতে নিয়ে আসা হয়। বিষয়টি জানিয়েছেন রাঙামাটি পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর কালায়ন চাকমা।
বৌদ্ধধর্মীয় রীতি অনুযায়ী রাজবনবিহার ও রাজবিহারে মৃতদেহের নানান ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে মঙ্গলবার দুপুর ২টায় তাঁর মৃতদেহ দাহ করা হবে বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।
বেশ কিছুদিন ধরে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আরতি রায়ের শেষ ইচ্ছে অনুসারে রাঙামাটির নিজ বাড়িতে নিয়ে আসা হয় এবং সেখানেই আজ সকালে পরলোকগমন করেন তিনি।
আরতি রায় সাবেক চাকমা রাজা এবং বছর তিনেক আগে প্রয়াত ত্রিদিব রায়ের স্ত্রী।