র্যাব মানুষের বুকে স্থান করে নিয়েছে : ডিজি
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) অল্প সময়ের মধ্যে গণমানুষের বুকে স্থান করে নিয়েছে বলে মন্তব্য করেছেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ। এ সময় তিনি আগামী দিনগুলোতেও অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ নিয়ে এ দেশের আপামর জনগণের জন্য কাজ করার এবং জঙ্গি-সন্ত্রাসমুক্ত একটি নিরাপদ সমাজ গড়ার প্রত্যয়ের কথা বলেন।
আজ বৃহস্পতিবার রাজধানীর উত্তরার র্যাব সদর দপ্তরের কনফারেন্স কক্ষে ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক।
দেশব্যাপী গত ২ মাসের অবরোধ-হরতাল ও বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে বেনজীর আহমেদ বলেন, দেশের বর্তমান পরিস্থিতি এখন অনেক ভালো। সন্ত্রাস মোকাবিলা করছে র্যাব। বিচারব্যবস্থা অনুযায়ী র্যাব প্রতিষ্ঠা লগ্ন থেকে কাজ করে। দেশ অপরাধমুক্ত করতে র্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নতুন প্রজন্মকে সম্মিলিতভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
নতুন কোনো ব্যাটালিয়ন করা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বেনজীর আহমেদ বলেন, র্যাব হচ্ছে একটি এলিট ফোর্স। দেশব্যাপী র্যাব কাজ করছে। সাতটি লক্ষ্য নিয়ে র্যাব সৃষ্টি করা হয়েছিল। র্যাবের এখন অনেকটা বৈচিত্র্য এসেছে। র্যাবকে সম্প্রসারণের প্রয়োজন রয়েছে।
এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন র্যাবের এডিজি (অপারেশন) কর্নেল জিয়াউল আহসান, এডিজি (প্রশাসন) কর্নেল আলতাব উদ্দিন আহমেদ, লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান, র্যাবের গোয়েন্দাপ্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ, ডিডি মিডিয়া মেজর রুম্মন, মেজর মাকসুদ আলম প্রমুখ।
বার্তা সংস্থা বাসস জানায়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ উত্তরা র্যাব সদর দপ্তরের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল সকাল ৮টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, র্যাবের দরবার হলে মহাপরিচালকের সাথে অন্যান্য সকল ব্যাটালিয়ন ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক ও পুরস্কার বিতরণ।
চলতি বছর কৃতিত্বপূর্ণ অবদানের জন্য র্যাব কর্মকর্তা ও সদস্যদের মধ্যে বিশেষ সম্মাননা পুরস্কার তুলে দেন বেনজীর আহমেদ।