শরীয়তপুরে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে ট্রাকচাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার বালার বাজারে চাঁদপুর-শরীয়তপুর সড়কে এ ঘটনা ঘটে।
নিহত মাহিদুল সরকার (১৪) সখিপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। সে সখিপুর থানার মল্লিককান্দি গ্রামের সরোয়ার সরকারের ছেলে।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমির সরকার এনটিভি অনলাইনকে জানান, ‘চাঁদপুর-শরীয়তপুর সড়ক দিয়ে সাইকেল চালিয়ে সখিপুরের দিকে যাচ্ছিল মাহিদুল। বালার বাজারে একটি পণ্যবাহী ট্রাক পেছন দিক থেকে মাহিদুলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা ট্রাকটির চালক ও তাঁর সহকারীকে আটক করে পুলিশে দিয়েছে। এ সময় ওই সড়ক দিয়ে আধাঘণ্টা সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। লাশ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।