এপিবিএনের গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ২৮
বরিশাল থেকে গোপালগঞ্জ যাওয়ার পথে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ২৮ সদস্য সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানাধীন রহমতপুরের ছয়মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত আর্মড পুলিশদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন—উপপরিদর্শক (এসআই) জালাল, সহকারী উপপরিদর্শক (এএসআই) জিল্লুর রহমান, সদস্য মিলন, তরিকুল ইসলাম, শহিদুল ইসলাম, সোহেল, আল ইমরান, মো. সুলতান মাহামুদ, মো. সায়েম, সোহেল, জিবনিশ, মো. কাসেম, মিঠুন চন্দন রায়, মো. রমজান, রফিকুল, নাজমুল, মো. ইমতিয়াজ, আলম, সুব্রত বিশ্বাস, আসিফ, অনুপম দেবনাথ, নজরুল ইসলাম, তাহের, মেহেদী হাসান, জুয়েল, নাজিদসহ ২৮ জন।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল আর্মড পুলিশ ব্যাটালিয়নের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আসাদুজ্জামান জানান, প্রধানমন্ত্রীর গোপালগঞ্জ সফর উপলক্ষে বরিশাল থেকে দুটি গাড়িতে ব্যাটালিয়ন সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালনে যাচ্ছিলেন। সকাল ৭টার দিকে ছয়মাইল নামক স্থানে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগলে তাঁদের বহন করা একটি গাড়ি রাস্তার পাশে থাকা গাছের ওপর গিয়ে পড়ে। এতে গাড়িতে থাকা সবাই কমবেশি আহত হন।
আহত সবাইকে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ড. ফয়সাল বিল্লাহ।