গোলাম আম্বিয়া মন্নু মিয়ার ইন্তেকাল
অবসরপ্রাপ্ত জেলা সমবায় কর্মকর্তা ও পাবনা শহরের রাধানগর তৃপ্তিনিলয় পাড়ার বিশিষ্ট সমাজসেবক গোলাম আম্বিয়া মন্নু মিয়া (৬৮) আর নেই। আজ শুক্রবার দুপুর ১টায় পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এশার নামাজের পর পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে জানাজা শেষে পাবনার আরিফপুর কবরস্থানে গোলাম আম্বিয়াকে দাফন করা হয়।
পাবনা জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্নু, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক এ বি এম ফজলুর রহমান তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।