রৌমারী সীমান্তে ভারতীয় ২৪টি গরু আটক
কুড়িগ্রামের রৌমারী উপজেলার সীমান্ত এলাকা থেকে ২৪টি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার ভোরে আন্তর্জাতিক মেইন পিলার নং ১০৭৫ নিমাইমারী সীমান্তবর্তী এলাকায় এই গরুগুলো আটক করা হয়।
রৌমারী বিজিবির ৩৫-সি কোম্পানির কমান্ডার সুবেদার শাহজাহানের নেতৃতে টহলরত একটি দল এই অভিযান চালিয়ে এই গরুগুলো আটক করে। কিন্তু কাউকে আটক করতে পারেনি বিজিবি।
সুবেদার শাহজাহান বলেন, ‘একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতীয় গরুর ব্যবসা করে আসছে। আজ শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে আমরা আন্তর্জাতিক মেইন পিলার নং ১০৭৫ নিমাইমারী সীমান্তবর্তী এলাকায় অবস্থান নিই। এ সময় বিজিবির উপস্থিতি বুঝতে পেরে চোরাকারবারিরা গরু ফেলে পালিয়ে যায়। অভিযানে আটক করা গরুগুলো কাস্টমসে জমা দেওয়া হয়েছে। এই ২৪টি গরুর মূল্য ছয় লাখ ৩০ হাজার টাকা।’