পঞ্চগড়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
‘আবর্জনা ফেলনা নয়; প্রক্রিয়া করলে সার হয়’ এই স্লোগানকে সামনে রেখে পঞ্চগড় পৌরসভা এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকালে পঞ্চগড় পৌরসভা এই অভিযান পরিচালনা করে।
পঞ্চগড় পৌরসভার মেয়র মো. তৌহিদুল ইসলাম রাস্তায় ঝাড়ু দিয়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন। এরপর শেরেবাংলা পার্ক থেকে জেলা সার্কিট হাউস পর্যন্ত পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের দুই ধার ও ড্রেনের ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।
পৌরসভার মেয়র তৌহিদুল ইসলাম শহরের দোকান, হোটেল ও রেস্তোরাঁর মালিক ও কর্মচারীদের যেখানে সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার জন্য অনুরোধ করেন।
অভিযানে পৌর কমিশনার ও প্যানেল মেয়র আশরাফুল ইসলাম, মাজেদুর রহমান চৌধুরী ইরান, কাউন্সিলর ফজলে করিম, উসমান গনি বাবুয়া, মিজানুর রহমান মজনু, ওমর ফারুক জাহাঙ্গীর, ওয়াইসুল করিম লিপন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর কে এ দিলখুশা বেগম বিপ্লবী, শাম্মী আরা হাসনু, পৌরসভার সচিব মজিবর রহমান, পৌরসভার কাউন্সিলরসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও পরিচ্ছন্নতাকর্মীরাও এই অভিযানে অংশ নেন।
এর আগে শহরের শেরেবাংলা পার্কের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।