বাসচাপায় প্রাণ গেল সাইকেলের দুই আরোহীর
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার হাজীপুর এলাকায় যাত্রীবাহী একটি বাসের চাপায় সাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে আহত হয়েছেন আরো ১০ জন।
আজ রোববার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত দুজন হলেন—রহমান (৭০) ও আরিফ (২৮)। তাঁদের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ এলাকায়। দুজনই কলাপাড়ার মহিপুর থেকে মাহফিল শুনে বাড়ি ফিরছিলেন। পথে তাঁরা দুর্ঘটনার শিকার হন। তাঁদের লাশ উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
আহত যাত্রীদের পরিচয় পাওয়া যায়নি। তাঁদের মহিপুর ও কুয়াকাটার স্থানীয় স্বাস্থ্যসেবাকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঢাকা থেকে কুয়াকাটায় যাচ্ছিল আবদুল্লাহ পরিবহনের একটি বাস। বাসটি পটুয়াখালীর হাজীপুর এলাকায় পৌঁছালে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে দুই সাইকেল আরোহী রহমান ও আরিফকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। পরে বাসটি খাদে পড়ে যায়।
মহিপুর থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ১০ যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।