কোথায় গেলেন জোহরা বেগম?
পূর্বপরিচিত এক নারীকে বিশ্বাস করে বাসা থেকে বের হয়েছিলেন তিনি, তখন শনিবার বেলা সাড়ে ১১টা। কিন্তু সেই যে বের হলেন, আজ রোববার বিকেল পর্যন্ত দেখা নেই তাঁর। তিনি রাঙামাটির শহরের তবলছড়ির পোস্ট অফিস কলোনি এলাকার আহমদ সাঈদের স্ত্রী জোহরা বেগম।
৪৮ বছর বয়সী জোহরা বেগম পুরো এলাকার মানুষের কাছে সজ্জন, সদালাপি এবং নিপাট ভদ্রমহিলা হিসেবেই পরিচিত।
পরিবারের সদস্যরা জানান, গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় অজ্ঞাতনামা এক নারীর সঙ্গে পরিচিত এক আত্মীয়র বাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিলেন। সঙ্গে থাকা ওই নারীকে চিনতে পারেননি পরিবারের সদস্যরাও। জোহরা বেগমের সঙ্গে থাকা মুঠোফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে ঘটনার পর থেকেই। এ ব্যাপারে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন জোহরা বেগমের ছেলে রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমানে জেলা কমিটির নেতা মো. হেলালউদ্দিন।
জোহরা বেগমের নিখোঁজের ঘটনায় মুষড়ে পড়েছে পুরো পরিবার। বাসা থেকে বের হওয়ার সময় জোহরা বেগমের গায়ে কালো বোরকা ও সাদা ওড়না ছিল। হাতে ছিল কালো ভ্যানিটি ব্যাগ।
কোনো ব্যক্তি জোহরা বেগমের সন্ধান পেলে ০১৮১৮৪৩০৪৬০ নম্বরে ফোন করে জানাতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ রশীদ বলেন, ‘আমরা সবখানে বেতারবার্তা পাঠিয়ে দিয়েছি। ঢাকা থেকে মোবাইল কললিস্টও আনিয়েছি, সেখানে শনিবার ১১টা ৩৭ মিনিটের পর থেকে আর কোনো কল হিস্টরি দেখাচ্ছে না এবং নম্বরটিও বন্ধ দেখাচ্ছে। তবু আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’