ঢাবিতে আন্তর্জাতিক জেন্ডার সম্মেলন শুরু
ঢাকা বিশ্ববিদ্যালয়ে উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের উদ্যোগে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘জেন্ডার, ডাইভার্সিটি অ্যান্ড ডেভেলপমেন্ট’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন।
আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন কনফারেন্স রুমে সম্মেলনটি শুরু হয়। চলবে আগামী ২৯ মার্চ রোববার পর্যন্ত।
সম্মেলনে অংশ নিয়েছেন ভারত, নেপাল, পাকিস্তান, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র থেকে আসা গবেষকরা। এ ছাড়া দেশীয় বুদ্ধিজীবী, গবেষক, সমাজবিজ্ঞানী, শিক্ষক, সুশীলসমাজের প্রতিনিধি, শিক্ষার্থী, নারী আন্দোলনকর্মী, প্রশাসনিক কর্মকর্তা এবং বিভিন্ন পেশাজীবীসহ পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাবি উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমেরিটাস অধ্যাপক ড. নাজমা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি এডওয়ার্ড ব্যাগবার্ড, ইউএসএইড প্রোগ্রাম অফিসের পরিচালক থমাস ক্যরেস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কনফারেন্সের আহ্বায়ক ও উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের পরিচালক ড. তানিয়া হক।