চুয়াডাঙ্গায় কৃষি বিপণন ভবনের উদ্বোধন
এক কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে নির্মিত চুয়াডাঙ্গা কৃষি বিপণন ভবনের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় ফিতা কেটে ভবনের উদ্বোধন করেন কৃষি বিপণন অধিদপ্তরের পরিচালক যুগ্ম সচিব মো. মাহবুব আহমেদ।
ভবনটি কার্যালয় ছাড়াও প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে। আজ সকালে সেখানে কৃষি বিপণনব্যবস্থায় দক্ষতা বৃদ্ধি ও বিকল্প চ্যানেল প্রতিষ্ঠায় এসেম্বল সেন্টারের ভূমিকা শীর্ষক আঞ্চলিক ওয়ার্কশপের আয়োজন করা হয়। মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কুষ্টিয়া কৃষি বিপণন অধিদপ্তর ওই কর্মশালার আয়োজন করে।
মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন মো. মাহবুব আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সহকারী পরিচালক মীর এনামুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপপ্রকল্প পরিচালক দেওয়ান আসরাফুল হোসেন।প্রশিক্ষক ছিলেন কৃষি বিপণনের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা আবদুল লতিফ।
মাহবুব আহমেদ বলেন, ৪৪ বছরে কৃষিতে অভাবনীয় উন্নতি সাধিত হয়েছে। চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, কুষ্টিয়া ও মেহেরপুর দেশের অন্যতম শস্যভাণ্ডার। এখানকার কৃষকদের শস্যের ভালো দাম পেতে হলে ভালো মান নিশ্চিত করতে হবে।
কর্মশালায় চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলার কৃষক, কৃষিপণ্য ব্যবসায়ী এবং কৃষি বিভাগের কর্মকর্তারা অংশ নেন।