সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রীর জানাজা সম্পন্ন, কাল দাফন
ময়মনসিংহের গৌরীপুর থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকিরের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। জানাজা শেষে তাঁর মরদেহ একটি হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয়েছে।
আজ সোমবার দুপুরে ময়মনসিংহে আঞ্জুমান কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সংসদ সদস্যের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ফুলবাড়িয়ার সংসদ সদস্য মোসলেম উদ্দিন, বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন, অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভুঁইয়া, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ জেলা (দক্ষিণ) বিএনপির সভাপতি এ কে এম মোশাররফ হোসেন, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জহিরুর হক খোকা, জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকী, পুলিশ সুপার মঈনুল হক, সাবেক সংসদ সদস্য দেলোয়ার হোসেন খান দুলু, ময়মনসিংহ সিটি প্রেসক্লাবের সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক মতিউল আলমসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
সংসদ সদস্যের ছোট ভাই শাহ সাইফুল আলম পান্নু জানান, আজ বাদ আসর সংসদ ভবন প্লাজায় সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় প্রথমে ময়মনসিংহের গৌরীপুর স্টেডিয়ামে এবং পরে তাঁর বাবার নামে প্রতিষ্ঠিত মোজাফ্ফর আলী উচ্চ বিদ্যালয় মাঠে শেষ জানাজা হবে।
ডা. ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকিরকে তাঁর প্রতিষ্ঠিত কলতাপাড়ার সেবালয় প্রাঙ্গণে দাফন করা হবে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আজ সোমবার সকাল ৮টা ৫২ মিনিটে মজিবুর রহমান ফকিরের মৃত্যু হয়।