রাবি ছাত্রলীগের নেতা ছুরিকাহত
মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক সাবরুল জামিল সুস্ময়কে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁকে রক্ষা করতে এসে মাথায় আঘাত পেয়েছেন রাবি ছাত্রলীগের নির্বাহী সদস্য সুরঞ্জিত প্রসাদ দীপ্ত। আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর পদ্মা গার্ডেনে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সুস্ময় বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের দ্বিতীয় বর্ষের এবং দীপ্ত তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
রাবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া এনটিভি অনলাইনকে বলেন, ‘শুক্রবার বিকেলে ছাত্রলীগের দুই নেতা মোটরসাইকেল নিয়ে পদ্মা গার্ডেনে ঘুরতে যান। সেখানে মোটরসাইকেল রাখা নিয়ে স্থানীয় কয়েকজন যুবকের সাথে তাদের বাকবিতণ্ডা হয়। খবর পেয়ে আমি সেখানে উপস্থিত হয়ে বিষয়টি মীমাংসা করে দিই। মীমাংসার কিছুক্ষণ পর তারা মোটরসাইকেল নিয়ে সেখান থেকে বাইরে যেতে চাইলে ওই যুবকরা আবারও মোটরসাইকেল আটকে দেয়। একপর্যায়ে কোনো কথাবার্তা ছাড়াই ছাত্রলীগের দুই নেতাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। পরে আশপাশের লোকজন ও পুলিশ এসে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।’
বোয়ালিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) ব্রজ গোপাল এনটিভি অনলাইনকে বলেন, ‘ছাত্রলীগ নেতা সুস্ময়কে কাঁধে ছুরিকাঘাত করা হয়েছে। দীপ্ত মাথায় আঘাত পেয়েছেন। তবে দুজনই আশঙ্কামুক্ত। হামলাকারীদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।’