বরিশালে ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু
বরিশাল শহরের হাতেম আলী কলেজ চৌমাথা লেক সংলগ্ন সিঅ্যান্ডবি রোডে ট্রাকের ধাক্কায় পরিচয়বিহীন এক নারীর মৃত্যু ঘটেছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৬টায় এই দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
থানার এসআই আবু তাহের ওই সড়কের একজন নারী পরিচ্ছনতাকর্মীর বরাত দিয়ে জানান, শুক্রবার খুব সকালে অনুমানিক ৪৫ বছরের ওই নারীকে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। লাশ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আঘাতকারী ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে বলেও জানান এসআই আবু তাহের।