গাংনীতে আ.লীগ-বিএনপির সমান জয়

মেহেরপুরের গাংনী উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সমান সমান জয় পেয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। অন্য ইউপিতে জয় পেয়েছেন আওয়ামী লীগেরই এক বিদ্রোহী প্রার্থী।
আজ শনিবার গাংনীর নয়টি ইউপিতে ভোটগ্রহণ শেষে পাওয়া বেসরকারি ফলাফলে দেখা যায়, চারটি ইউনিয়নে আওয়ামী লীগ এবং চারটি ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থীরা জয় পেয়েছেন।
জয় পাওয়া আওয়ামী লীগের প্রার্থীরা হলেন সাহারবাটি ইউনিয়নের গোলাম ফারুক, রাইপুর ইউনিয়নে গোলাম সাকলায়েন সেপু, কাথুলি ইউনিয়নে আওয়ামী লীগের মিজানুর রহমান রানা এবং বামুন্দী ইউনিয়নে আওয়ামী লীগের শহিদুল ইসলাম।
বিএনপির যে প্রার্থীরা জয় পেয়েছেন তাঁরা হলেন ধানখোলা ইউনিয়নের আখেরুজ্জামান, তেঁতুলবাড়িয়া ইউনিয়নের জাহাঙ্গীর আলম, কাজীপুর ইউনিয়নে রাহাতুল্লাহ এবং ষোলটাকা ইউনিয়নের মনিরুজ্জামান মনি।
এ ছাড়া মটমুড়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সোহেল আহমেদ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।