নওগাঁয় পৌর কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
নওগাঁয় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের চাকরি জাতীয়করণসহ বেতন-ভাতা ও পেনশন সুবিধা রাজস্ব তহবিল থেকে দেওয়ার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার দুপুর ১২টায় পৌরসভার সামনে সড়কে নওগাঁ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন এ কর্মসূচি পালন করে।
নওগাঁ পৌরসভা কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মো. খোরশেদ আলমের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে পৌরসভার নির্বাহী প্রকৌশলী গুরুদাস দত্ত, কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. মোসাদ্দেক হোসনসহ কর্মকর্তা ও কর্মচারীরা এতে অংশ নেন।
পরে নেতারা এসব দাবি সংবলিত একটি স্মারকলিপি নওগাঁ জেলা প্রশাসক ড. মো. আমিনুর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পাঠান।