গোপালগঞ্জে পাট পণ্যের ব্যবহার বাড়াতে মতিবিনিময় সভা
গোপালগঞ্জে পাট পণ্যের ব্যবহার বাড়াতে ব্যবসায়ী ও স্টেকহোল্ডারদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় প্লাস্টিক খাদ্য পণ্যে প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পাটজাত পণ্য ব্যবহার বাড়াতে করণীয় বিষয়ক বিভিন্ন দিক আলোচনা করা হয়।
পাট অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবিরের সভাপতিত্বে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক সুলতান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল কাদের সরদার, জেলা পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক আশরাফী জাহারীয়া, পাট পরিদর্শক নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, ব্যবসায়ী, পাটচাষী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।