ঠাকুরগাঁওয়ে আহত আরেকজনের মৃত্যু
ঠাকুরগাঁওয়ে নির্বাচনী সহিংসতায় আহত আরো একজনের মৃত্যু হয়েছে। তাঁর নাম নাজিম উদ্দিন (৬০)।
আজ বুধবার ভোররাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাজিমের মৃত্যু হয়।
চতুর্থ দফা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় ঠাকুরগাঁওয়ে এ পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, চতুর্থ দফা ইউপি নির্বাচনের দিন বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ি ইউনিয়নের চৌরঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দুই মেম্বার পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন। পরে তাদের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে নাজিম উদ্দিনকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আজ দুপুরে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার (এসপি) ফায়সাল আহমেদ নির্বাচনী সহিংসতায় আহত নাজিম উদ্দিনের মৃত্যুর কথা স্বীকার করে বলেন, চতুর্থ দফা ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় ঠাকুরগাঁওয়ে এ পর্যন্ত মাহবুব আলম, আসমা বেগম ও নাজিম উদ্দিন নামে তিনজনের মৃত্যু হয়েছে।
এসপি আরো জানান, নির্বাচনের দিন ৭ মে গুলিতে মাহবুব আলম (২৬) নামে এক যুবক নিহত হন। ওই দিন রাতেই নির্বাচনী সহিংসতায় আসমা বেগম (৫৮) নামের এক নারী নিহত হন। আর মাথায় গুলিবিদ্ধ নাজিম উদ্দিন চারদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ মারা যান।