অটোরিকশা ভাঙচুর করায় শিবিরকর্মীকে এক বছর সাজা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/02/photo-1422890616.jpg)
লক্ষ্মীপুরের রায়পুরে অটোরিকশা ভাঙচুর ও নাশকতা সৃষ্টির দায়ে নাজিম উদ্দিন (২৫) নামের এক শিবিরকর্মীকে এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার দুপুরে নির্বাহী হাকিম রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আলম এ রায় দেন। নাজিম উদ্দিনের বাড়ি রায়পুরের মধুপুর গ্রামে।
রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) ময়নাল হোসেন বলেন, সকালে নাজিমসহ কয়েকজন শিবিরকর্মী রায়পুর-লক্ষ্মীপুর সড়কের মৎস্য প্রজনন কেন্দ্রের সামনে সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করে। এমন খবরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ধাওয়া করে নাজিম উদ্দিনকে আটক করা হয়। এ সময় অন্যরা পালিয়ে যায়। পরে ভ্রাম্যমাণ আদালদ বসিয়ে নাজিমকে এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।